1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ভারতীয় স্ন্যাক্স আনাচ্ছেন নারী উদ্যোক্তা

২৮ মার্চ ২০২৪

জার্মানিতে বসে ভারত থেকে সুস্বাদু অথচ স্বাস্থ্যকর স্ন্যাক্স আনাচ্ছেন এক উদ্যমী নারী৷ চিরায়ত সেই খাদ্যে নতুন ফ্লেভার যোগ করতে নিজস্ব কোম্পানি খুলেছেন তিনি৷ চাষিদের উন্নতির লক্ষ্যেও তিনি কাজ করছেন৷

Indien | Holi Fest | Gujiya
ছবি: frameshade/YAY Images/IMAGO

শ্বেতা পাহুজা-মার্কুল জাস্ট নশ কোম্পানির প্রতিষ্ঠাতা৷ তিনি জার্মানিতে ভারতীয় প্রভাবযুক্ত স্ন্যাক্স নিয়ে আসেন৷ স্ন্যাক্স তাঁর খুব পছন্দের খাদ্য৷ সেই ভালোবাসাই তাঁকে ইউরোপের বাজারে পুষ্টিকর স্ন্যাক্স আনতে প্রেরণা জুগিয়েছে৷

অনেক বছর আগে ভারতে থাকার সময় তাঁর পেটে একটা সমস্যা হয়েছিল৷ সেটাই এই কোম্পানি খোলার পেছনে প্রধান কারণ৷ নির্দিষ্ট পণ্যের সন্ধানে অ্যালার্জিন-মুক্ত গুণাগুণ যে কোনো মানুষ উপভোগ করতে পারবে বলে শ্বেতা মনে করেন৷

ভারতে ফুল মাকানা অত্যন্ত জনপ্রিয় নাস্তা৷ এটিকে মাখানা, ফক্স নাট বা ওয়াটার লিলি পপস বলা হয়৷ ১৫ বছর আগে সব সংসারেই সেটা দেখা যেত৷ কারণ মা বা দাদি-নানি খুব সহজেই কড়াইয়ে সেটি প্রস্তুত করে খেতে দিতেন৷ কিন্তু এখন মানুষ আরো বেশি স্বাস্থ্য সচেতন হয়ে ওঠায় যে কোনো সুপাপমার্কেটেই সেটা পাওয়া যায়৷

চাষিরা বছরে একবার ফসল তোলেন৷ পুকুরের নীচ থেকে সেই বীজ তোলা হয়৷ সেগুলি তারপর এক কারখানায় নিয়ে যাওয়া হয়৷ সেখানে বীজগুলি রোস্ট করে আমাদের রেসিপি অনুযায়ী মশলা মেশানো হয়৷ সেই সিজনিংয়ের পর সেগুলি এই প্যাকেটবন্দি করে বাক্সে করে জার্মানিতে পাঠানো হয়৷

চাষিসহ প্রায় একশো মানুষ সেই উৎপাদন প্রক্রিয়ায় সক্রিয়৷ যথেষ্ট পানির অভাবে এ বারের মরসুম ভালো হয় নি৷ কখনো ভালো ফসল পাওয়া যায় না৷ ২০২৩ সালে প্রবল বৃষ্টিপাতের কারণে ফসল ধাক্কা খেয়েছে৷ ফলে বাজারে এই পণ্যের দাম অনেক বেড়ে গেছে৷

জার্মানিতে ভারতীয় স্ন্যাক্স খাওয়াচ্ছেন তিনি

03:36

This browser does not support the video element.

শ্বেতা আসলে ভারতের মুম্বইয়ের মানুষ৷ ২০১৬ সালে তিনি  জার্মানিতে আসেন৷ উচ্চশিক্ষার সময়ে স্বামীর সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল৷ তারপর প্রেমে পড়ে তিনি জার্মানিতে চলে আসেন৷ উদ্যোগপতি পরিবারের সদস্য হিসেবে তিনি নিজের বাবাকেও ব্যবসা করতে দেখেছেন৷ শ্বেতা চিরকাল নিজের কোম্পানি খুলতে চেয়েছিলেন৷

২০২০ সালে কোম্পানি খোলার সময় কোভিড তুঙ্গে ছিল৷ তাঁর বাবা-মা ফ্লেভার চেখে দেখার পর প্রথম দফার পণ্য সরাসরি জার্মানিতে পাঠাতে বাধ্য হয়েছিলেন৷ কারণ তখন শুধু সেটাই সম্ভব ছিল৷ এই কোম্পানি ভারতেও জনকল্যাণের কাজ করি৷ ভারতে সেই পণ্য উৎপাদন করা হয়৷ তিনি এভাবে দেশের জন্যও কিছু করার চেষ্টা করেন৷

ফেলিক্স পাউশিঙার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ